আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে : আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করেন, আইনমন্ত্রী আনিসুল হক। সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া যাবে কিনা, সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।
আলোচিত বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যার রায়ের বিষয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী আনিসুল হক।
বলেন, রায়ে প্রমাণ হয়েছে, দেশে আইনের শাসন রয়েছে। এসব চাঞ্চল্যকর হত্যার রায়, দ্রুত নিষ্পত্তি করা সরকারের দায়িত্ব।
হাইকোর্টে ডেথ রেফারেন্স শুনানিতে যেন বিলম্ব না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী জানান, এ বিষয়ে শিগগিরই সিদ্বান্ত জানানো হবে ।
ডা: মুরাদ হাসানের কর্মকান্ডে নিজেও ক্ষুদ্ধ বলে জানান সরকারের এই মন্ত্রী।