আবরার হত্যা মামলা : যুক্তিতর্ক বিশ্লেষণে সময় প্রয়োজন
- আপডেট সময় : ১০:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের দিন পিছিয়ে ৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে। মামলার যুক্তিতর্ক বিশ্লেষণ করে রায় প্রস্তুতে সময় প্রয়োজন বলে জানিয়েছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত। এমন নৃশংস হত্যাকান্ড যেন আর না ঘটে, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত আবরারের পিতা।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রোববার সকালে, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ২২ আসামিকে গাজিপুর কাশিমপুর কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। বেলা পৌনে ১২টার তাদের এজলাসে নেওয়া হয়।
আদালত জানায়, সাক্ষ্য এবং যুক্তি-তর্কগুলো আরও পর্যালোচনার জন্য সময়ের দরকার। আগামী ৮ ডিসেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্যের কথা জানান ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।
তবে এ ঘটনায় ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী আবরারের বাবা।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে তার কক্ষ থেকে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ২০১১ নম্বর কক্ষে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে তারা। পরে রাত তিনটার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই বছরের ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে হত্যা মামলা করেন।
২০১৯ সালের ১৩ নভেম্বর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। পুলিশ পরে ২২ জনকে গ্রেফতার করে। এখনো ৩ ছাত্রলীগ নেতা পলাতক রয়েছে। গত ১৪ নভেম্বর এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ঘোষনা করা হয়।