আবরার হত্যা মামলার আদালত পরিবর্তন নিয়ে শুনানী
- আপডেট সময় : ০৭:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার বিচারিক আদালতের পরিবর্তন চেয়ে ২২ আসামির আবেদনের শুনানী হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে উচ্চ আদালতে এই আবেদন করা হয়।
হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চে এই আবেদনের শুনানির দিন ধার্য ছিল আজ। এর আগে বিচারিক আদালতে শুনানিতে বিচারকের প্রতি ‘অনাস্থা’ জানিয়ে সাক্ষীকে জেরা না করে এজলাস ত্যাগ করেন আসামী পক্ষের আইনজীবীরা। ২২ আসামির পক্ষে অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী এ আবেদনটি করেন। যেহেতু গুরুত্বপূর্ণ মামলা, সেজন্য অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি অবহিত করেন। গত ৩ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানকে একটি দরখাস্ত দেন কারাগারে আটক ২২ আসামীর আইনজীবীরা। আদালতে ‘ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায়’ তারা অন্য কোনো আদালতে মামলাটি স্থানান্তরের জন্য হাইকোর্টে আবেদন করেন। সেজন্য মামলার কার্যক্রম দুই সপ্তাহ মুলতবি রাখা হয়।