আবারও অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে মোহাম্মদ হাফিজের বিরুদ্ধে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আবারও অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে মোহাম্মদ হাফিজের বিরুদ্ধে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কোন আয়োজনেই আর বোলিং করতে পারবেন না এই পাকিস্তানী অফ-স্পিনার।
কাউন্টি ক্লাব মিডল সেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলছিলেন মোহাম্মদ হাফিজ। ইসিবির বোলিং রিভিউ গ্রুপের রিপোর্ট অনুযায়ী বোলিংয়ের সময় হাফিজের বাহু ১৫ ডিগ্রির বেশী বাক নিচ্ছে। অবশ্য আইসিসি অনুমোদিত কেন্দ্রে অ্যাকশন সংশোধনী পরীক্ষায় উতরে আবারও বোলিংয়ে ফিরে আসার ব্যাপারে আশাবাদী হাফিজ। এর আগে, ২০০৫ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে নিষিদ্ধ হন হাফিজ। এরপর আরো কয়েকবার এই সমস্যায় পড়তে হয় তাকে। সর্বশেষ নিষেধাজ্ঞা শেষে তিনি বোলিং শুরু করেন ২০১৮ সালের মে মাসে।