আটার দাম কেজিতে বাড়িয়ে দেয়া হয়েছে ৭ টাকা
- আপডেট সময় : ০৮:৪২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
আবারও আটার কেজিতে বাড়িয়ে দেয়া হয়েছে ৭ টাকা। রাজধানীর বাজারে এখনও চিনির কৃত্রিম সংকট। বেড়েছে লবন, পিঁয়াজ, রশুনসহ মশালার দাম। চালের ভরা মৌসুমেও আরেক দফা দাম বাড়বে বলে আভাস দিয়েছে খুচরো বিক্রেতারা। শীতের সবজির ব্যাপক সরবরাহ থাকলেও পরিবহন খরচসহ নানা অযুহাতে সবজির দরও বাড়ছে প্রতিদিন। ছুটির দিনে বাজার করতে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্রেতারা।
ভোজ্যতেল, পেঁয়াজ, চালসহ নিত্যপণ্য দাম বাড়ছে হু হু করে।
.সপ্তাহের ব্যবধানে আবারও ৭ টাকা বেড়েছে আটার কেজি। অন্তত ৫ টাকা করে বেড়েছে সবধরনের ডালের দাম। বাড়তি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ-রসুন।দাম বৃদ্ধির নির্দিষ্ট কোন ব্যখ্যা মিলছে না বিক্রেতাদের কাছ থেকে।
বাজারে চিনির কৃত্রিম সংকট। কেজি ১১০ টাকা হলেও দোকানে মেলেনি চিনির দেখা
বেড়েছে সব ধরনের মশলার দাম,
লবনের কেজি ঠেকেছে ৪২ টাকায়। ১৯০ টাকা লিটার বিক্রি হচ্ছে নতুন সরবরাহকৃত সয়াবিন।
মিনিকেট নামে সরু চালের কেজি এখন ৭৫ থেকে ৭৮ টাকা। আটাস ৬৫। কেজিতে ১০ টাকা বেড়ে চিনিগুড়া চালের কেজি ১৫০ টাকা।
সরবরাহ থাকলেও ৫০/৬০ টাকার নিচে মিলছে না কোন সবজি।
মাছে বাজারে ইলিশের দেখা মিললেও দাম চড়া। রুই কাতলার কেজি ৩৫০ টাকার উপরে।ব্রয়লার মুরগি কেজিতে ১৭০ টাকা আর পাকিস্তানি সোনালীর কেজি ৩’শ টাকার উপরে।
নিত্যপণ্যের দাম বাড়লেও সাধারণ মানুষের আয় বাড়েনি । ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা।
দিন দিন বাজারের এমন পরিস্থিতিতে দিশেহারা সাধারণ মানুষ।