আবারও বড় মঞ্চে জলে উঠলেন করিম বেনজেমা
- আপডেট সময় : ০৩:৪৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
আবারও বড় মঞ্চ জলে উঠলেন করিম বেনজেমা। এই ফরাসি তারকার হ্যাটট্রিকে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো স্প্যানিশ জায়ান্টরা। তবে, কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় হোচট খেয়েছে বায়ার্ন মিউনিখ। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হেরেছে জার্মান প্রতিনিধিরা।
ঠিক এক বছর আগে এই মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগে থেকে বিদায় নিতে হয়েছিলো রিয়াল মাদ্রিদকে। পুরনো সেই জ্বালা মেটানোর দাবি, সঙ্গে বর্তমানের সমালোচনার জবাব দেওয়ার তাড়না। চাওয়া পূরণে একযোগে জ্বলে উঠল পুরো দল। যে আগুনে পুড়ে ছাই বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের প্রথম লেগে ৩-১ গোলে জিতে সেমিতে এক পা দিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ।
জয়ের নায়ক এক করিম বেনজেমা। যার বিষে নীল চেলসির রক্ষণ। ২১ মিনিটে ফরাসী তারকার গোলে লিড, ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুন।
প্রথমার্ধে হাভার্টজের গোলের ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় চেলসি তবে, কাজে আসনি। দ্বিতীয়াধে গোলরক্ষক মেন্ডির ভুলের মাশুল দিলো ইংলিশ জায়ান্টরা। ৪৬ মিনিটে নিজেদের হ্যাটট্রিক আর দলের বড় জয় নিশ্চিত করেন বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় হ্যাটট্রিক ফরাসি তারকার।
পুরো ম্যাচে সহজ কিছু সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারতো রিয়াল মাদ্রিদের। যদিও দাপুটে জয়ের দিনে আনচেলত্তি শীষ্যদের এমন মিস কেই বা মনে রাখবে। তবে, মনে থাকবে চেলসির লড়াকু মানসিকতা। ঘরের মাঠে দাপট দেখিয়েও পরাজিত সৈনিক পুলিসিচ-ম্যাসন মাউন্টরা।
একই রাতে অঘনটনের শিকার বায়ার্ন মিউনিখ। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ের কাছে ১-০ গোলে হেরে সেমির স্বপ্ন ধুসর হওয়ার পথে জার্মান প্রতিনিধিদের।