আবারও শুরু হয়েছে খোলা বাজারে সাশ্রয়ী দামে টিসিবি’র পণ্য বিক্রি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
কয়েকদিন বিরতির পর শুরু হয়েছে খোলা বাজারে সাশ্রয়ী দামে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম।
বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে ও সাধারণ মানুষের সহায়তায় ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে টিসিবি। দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলায় ৪শ’ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। এখন থেকে টিসিবির ১ লিটার তেল কিনতে ১শ’ টাকার বদলে ১১০ টাকা গুনতে হবে। তবে চিনির দাম আগের মতো ৫৫ টাকা ও পেঁয়াজের দাম ৩০ টাকা রয়েছে। শুক্রবার ছুটির দিন ব্যতীত আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।