আবারও স্কুলে ফিরেছে আফগান মেয়েরা
- আপডেট সময় : ০৭:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
আবারও স্কুলে ফিরেছে আফগান মেয়েরা। সম্প্রতি পাঁচটি প্রদেশে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের ক্লাস শুরুর অনুমতি দিয়েছে তালেবান। জাতিসংঘের পক্ষ থেকেও বলা হয়েছে, খুব দ্রুত এ নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করবে তালেবান।
চলতি সপ্তাহেই উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালখ, সামানগান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উরুজগান প্রদেশে নারী স্কুল শিক্ষার্থীদের জন্য শিক্ষাকার্যক্রম চালুর অনুমতি দিয়েছে তালেবান। এর আগে উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ এবং জুযজানে স্কুল খুলে দেয়া হয়েছিল। তবে স্কুলে ফেরা শিক্ষার্থীদের হিজাব পরতে দেখা যায়।
গত সপ্তাহে কাবুল সফরে গিয়ে তালেবানের সাথে বৈঠক করেছেন ইউনিসেফের উপপ্রধান ওমর আবদি। সফর শেষে জাতিসংঘে সদর দফতরে পৌঁছে তিনি বলেন, তালেবানের শিক্ষামন্ত্রীর সাথে তার কথা হয়েছে । আপাতত পাঁচটি প্রদেশে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের স্কুল খুলে দেয়া হয়েছে মেয়েদের জন্য। এ নিয়ে তারা একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরিতে কাজ করছে। তা সম্পন্ন হলে দ্রুতই সব স্কুল খুলে দেয়া হবে।