আবারও হিট এল্যার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর
- আপডেট সময় : ০২:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ১৮৩৫ বার পড়া হয়েছে
তীব্র তাপদাহে রোববার থেকে আবারও ৭২ ঘন্টার হিট এল্যার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী ২ মে থেকে দেশের কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সু-সংবাদ দিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, মে মাসের প্রথম সপ্তাহ থেকে আবহাওয়া সহনীয় পর্যায়ে আসতে পারে। তবে ৫ মে থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে জানান তিনি। চলমান তাপদাহে বিপর্যস্ত জনজীবন।
পুরো এপ্রিল মাসজুড়েই দেশের বেশিরভাগ অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করেছে তাপমাত্রা। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৭ ডিগ্রি এবং ঢাকায় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা থাকলেও আরো বেড়েছে তাপমাত্রা। এমন পরিস্থিতিতে অস্বস্তিকর অবস্থা রাজধানীবাসীর। তবে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এমন দাপদাহের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করলেন অনেকে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জলীয় বাষ্পের আধিক্যে আগের মতোই চলমান থাকবে তাপদাহ। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে আবহাওয়া সহনীয় পর্যায়ে চলে আসতে পারে এবং ২ মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে তীব্র গরমে ৭ দিন বন্ধ থাকার পর রোববার থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেম্বলি বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের সূর্যের সংস্পর্শে আসতে হয়, এ ধরনের কার্যক্রম সীমিত রাখতে হবে।