আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ঝিনাইদহের শৈলকুপা
- আপডেট সময় : ০২:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ঝিনাইদহের শৈলকুপা। নির্বাচনী সহিংসতা আর আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ১৬ দিনে খুন হয়েছে ৬ জন। আহত হয়েছে অন্তত ২ শতাধিক মানুষ। করা হচ্ছে ভাংচুর, লুটপাট অগ্নিসংযোগের মত ঘটনা। সচেতন মহল বলছেন, ক্ষমতাসীন দলের অভ্যন্তরীন দ্বন্দ্ব আর পুলিশ বিভাগের উদাসীনতার কারণেই এ সহিংসতা। এসব রোধ করতে প্রয়োজন রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ আর পুলিশ বিভাগের নিরপেক্ষতা।
শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের জসিম উদ্দিনের বাড়িতে থামছেই না কান্না। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা। শিশু সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী। নির্বাচনী সহিংসতা আর আধিপত্য বিস্তারের জেরে জসীম উদ্দিনের মত খুন হয়েছে আরো ৬ জন। স্বজনহারা পরিবারগুলোতে চলছে আহাজারী। খুনের ঘটনায় ভাংচুর ও লুটপাট করা হয়েছে বাড়িঘর, দোকানপাট। নাজেহাল হয়ে অনেকেই ছেড়েছেন বাড়িঘর। পুলিশের অসহযোগীতাকে দুষছেন ভূক্ভোগীরা। দ্রুত সহিংসতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়সহ আসামীদের গ্রেফতারের দাবি নিহতদের স্বজন ও এলাকাবাসীর।
রাজনৈতিক ব্যক্তিদের সহযোগীতার মাধ্যমে পুলিশের নিরপেক্ষ কঠোর হস্তক্ষেপে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। পরিস্থিতি স্বাভাবিক করতে আর আসামী গ্রেফতারে তৎপর বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা।
নির্বাচনী সহিংসতা আর আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপায় ১৬ দিনে প্রাণ গেছে ৬ জনের। খুনের ঘটনায় পৃথক ৩টি মামলায় আসামী করা হয়েছে ২৬৯ জনকে। এ পর্যন্ত আটক করা হয়েছে মাত্র ২০ আসামীকে।