আবারো ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
দেশের বৃহত্তম স্থল বন্দর- বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকলেও আবারো ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার।
গত ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১২ দিনে ভারত থেকে সাড়ে ৬শ’ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ভারত থেকে প্রতিদিন গড়ে ৫০ টন করে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। প্রতি টন পেঁয়াজ আমদানিতে ব্যয় হচ্ছে ৩শ’ ডলার, অর্থাৎ কেজিপ্রতি পড়ছে ২৬ টাকা। তবে বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি দামে। আড়তগুলোতে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪২ টাকা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৮ টাকায়।