আবারো একটি টেস্ট হারতে যাচ্ছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৬:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আবারো একটি টেস্ট হারতে যাচ্ছে বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টে চতুর্থ দিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৩৫ রান, হাতে আছে ৭ উইকেট।
এর আগে চলমান টেস্টের দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে মাঠে নামে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ১৮ ও নাজমুল হোসেন শান্ত ৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে। ইনিংস পরাজয়ের শংকা দেখা দিলেও সাকিব ও নুরুল হাসানের ব্যাটে ভর করে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অলআউট হয় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট দাঁড়ায় ৮৪ রানের। জবাবে ব্যাট করতে নেমে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে নেমে ৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে চতুর্থ উইকেটে জন ক্যাম্পবেল আর জার্মেই ব্ল্যাকউডের ধৈর্যশীল ব্যাটিংয়ে আর কোন উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৪৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে ক্যারিবিওরা।