আবারো কঠোর বিধিনিষেধ আসতে পারে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৪৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
মানুষের জীবন-জীবিকার স্বার্থে সরকার বিধিনিষেধ শিথিল করলেও পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর বিধিনিষেধ দেয়া হতে পারে। এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। গণটিকা কর্মসূচি নিয়ে বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, এটা তাদের নেতা-কর্মীদের গণহতাশার বহিঃপ্রকাশ।
গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমূখে এক্সেল নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন নিয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের সাথে নির্মাণ প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিধিনিষেধ শিথিলকালীন গণপরিবহন করোনার আগের ভাড়ায় চলাচল করবে।
সরকারের গণটিকা কর্মসূচি নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে বিএনপির বক্তব্য জনস্বার্থবিরোধী।
এছাড়া রাজধানীর বাড্ডা এলাকায় মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে কর্মহীন, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দলের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান।