আবারো নির্বাচন কমিশনারদের পদত্যাগ চাইলেন বিএনপির মহাসচিব
- আপডেট সময় : ০৭:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
আবারো নির্বাচন কমিশনারদের পদত্যাগ চাইলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে, দলের সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা অধিকাংশ পৌর নির্বাচনী এলাকায় তাণ্ডবলীলা চালাচ্ছে। ঠাকুরগাঁওয়ে ও ঢাকায় আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব অভিযোগ করেন।
পৌর নির্বাচন নিয়ে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত একটিও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে নি। কেন তারা পদত্যাগ করছে না, সেই প্রশ্ন রাখেন মির্জা ফখরুল।
আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বিএনপির গতিকে কচ্ছ্বপের সাথে যে তুলনা করেছেন, তার সমালোচনাও করেন বিএনপির এই শীর্ষ নেতা।
এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পৌর নির্বাচনে কেন্দ্র দখল ও সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সিন্ডিকেটের কারণে চালেন বাজার এখন নিয়ন্ত্রণহীন বলেও দাবি করে বিএনপি নেতারা।
রিজভী আরো বলেন, শত শত কোটি টাকার দুর্নীতি আর পাচারের সাথে জড়িত এমপি পাপুলের স্ত্রী ও কন্যা জামিন প্রমাণ করে দেশের বিচারবিভাগ স্বাধীন নয়।