আবারো বেড়েছে চালের দাম
- আপডেট সময় : ০৩:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে আবারো বেড়েছে চালের দাম । বস্তা প্রতি বেড়েছে দেড় শো থেকে ২ শো টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানান, ধান চাল কিনতে শুরু করেছে সরকার, তাই দাম বাড়তি । পাইকারিতে সবজি’র দাম কমলেও খুচরা বাজারে নানা অজুহাতে ১ শো থেকে দেড়শ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা ।মাছের কেজিও পাইকারি বাজার থেকে ১ শো টাকায় বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
শীতের সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর পাইকারি বাজারগুলোতে সবজির দাম কিছুটা কম। তবে শান্তিনগর বাজারে নানা অজুহাতে ১ শো টাকার বেশী দামে সবজি বিক্রি করছে ব্যবসায়ীরা। ক্রেতারা জানান, এখানে নতুন টমেটো আলু শিমের কেজি ১ শো থেকে দেড় শো টাকা কেজিতে গুনতে হচ্ছে ।
মাছের সরবরাহ বেশি তারপরও দাম বেড়েছে ইলিশের। হালি বিক্রি হচ্ছে আড়াই থেকে ৫ হাজার টাকা। আর অন্য সব ধরণের মাছের দাও চড়া।
এদিকে দু-তিন দিন হলো বেড়েছে চালের দাম ।মিনিকেট, নাজিরশাইল, আটাশ সহ বেশ কিছুর চাল কেজিতে ২ থেকে ৩ টাকা বাড়লেও বস্তা প্রতি বেড়েছে দেড়শ থেকে ২ শ টাকা পর্যন্ত ।
শীতে বিয়ে অনুষ্ঠান বেশী তাই বেড়েছে মাংসের দাম বেশি। মুরগীর দাম সহনীয় থাকলেও গরু’র মাংস কেজি ৫৮০, খাসি বিক্রি হচ্ছে সাড়ে ৮ শ থেকে ৯ শো টাকায় ।
নিত্য প্রয়োজনীয় খাদ্য-পণ্যের লাগাম টেনে ধরতে বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের।