আমেরিকার ফসল কিনোয়া চাষ করে সফলতা
- আপডেট সময় : ১০:১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / ১৭৭৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে সমতলে চা চাষে সফলতার পর এবার দক্ষিণ আমেরিকার ফসল কিনোয়া চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় চাষীরা। রবি মৌসুমে একই জমিতে সাথী ফসল হিসেবে অন্যান্য সবজি চাষের সুযোগ থাকায় আর্থিকভাবে সাবলম্বি হচ্ছেন কৃষক। স্থানীয় কৃষি বিভাগ বলছেন, কিনোয়া চাষ করে একজন চাষী বিঘা প্রতি একলাখ টাকার বেশি আয় করতে পারছে।
কিনোয়া চাষী আমিরুল ইসলাম বলেন, স্থানীয় বাজারে ফসলটি নতুন হওয়ায় বড় শপিংমল বা অনলাইনে বিক্রি করছেন কিনোয়া। তিনি বলেন, প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ১৬ হাজার টাকা লগ্নি করে একলাখ আয় করছেন।
অল্প পরিশ্রমে বেশি লাভ ও দ্রুতই সাবলম্বি হবার স্বপ্ন পূরণে স্থানীয় চাষীরাও নতুন এ ফসলটি চাষে আগ্রহী হয়ে উঠছে।
বিদেশী এ ফসলটির অনেক পুষ্টিগুণ আছে বলে জানালেন পঞ্চগড়
জেলা কৃষি বিভাগ বলছেন, দক্ষিণ আমেরিকার এ ফসলটি দেশে নতুন হলেও এর বাজার চাহিদা অনেক। স্থানীয় চাষীরা পুষ্টিগুণ সমৃদ্ধ ফসলটি আবাদ করে বাড়তি আয় করতে পারেন। চলতি মৌসুমে পঞ্চগড়ে বারো বিঘা জমিতে কিনোয়ার আবাদ হয়েছে।