আম্পানে জনগণের জানমালের ক্ষতি যথাসম্ভব কম রাখতে সরকারি নানা পদক্ষেপ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সুপার সাইক্লোন আম্পানের ফলে জনগণের জানমালের ক্ষতি যথাসম্ভব কম রাখতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গণভবনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় তিনি এ কথা বলেন। দুর্যোগপ্রবণ এলাকায় বহুমুখী কাজের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর ব্যবহার নিশ্চিত করে মানুষের জীবন আগে রক্ষা করতে হবে। স্থাপনা ও অন্যান্য সম্পদ রক্ষা করতেও সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।