আর মাত্র কয়েকদিন পরেই সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা

- আপডেট সময় : ০১:৪৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ১৭৮০ বার পড়া হয়েছে
আর মাত্র কয়েকদিন পরেই সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। আর উৎসব জমিয়ে তুলতে প্রতিমা তৈরিতে মহাব্যস্ত জামালপুরের প্রতিমা তৈরির কারিগররা। দিন-রাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতের ছোঁয়ার প্রতিমা হচ্ছে প্রাণবন্ত। তবে বেড়ে গেছে দুর্গা তৈরির সব উপকরণ। একই সঙ্গে নিত্যপণ্যের চড়া মূল্যের কারণে বেড়েছে শ্রমিক মজুরি।
কাশফুলের সাদা শুভ্রতায় মনে পড়ে দেবী দুর্গার আগমন। জামালপুর জেলায় সাম্প্রাদায়িক সম্প্রীতি বজায় থাকায় দুই শতাধিক পূজা মন্ডপ তৈরি হয়েছে। কারিগররা মহাব্যস্ত সময় কাটাচ্ছে। দিন-রাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতের ছোঁয়ার প্রতিমা হচ্ছে প্রাণবন্ত।
সেই সাথে নতুন ডিজাইনে প্রতিমা তৈরিতে খরচ অনেক বেড়েছে। এঁটেল মাটি, বাঁশ, সুতা,খড়, রং, কাপড়সহ প্রতিমা তৈরি অন্য উপকরণের দাম দ্বিগুণ হয়ে গেছে। ফলে মুজুরি বেড়েছে।
প্রতিমা তৈরির উপকরনের দাম বৃদ্ধি ,কারিগরদের মজুরি আর পূজায় বাড়তি আলোকসজ্জার জন্য শারদীয় দুর্গাপূজার আয়োজকরা প্রশাসনের কাছে বাড়তি বরাদ্দ বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছে।
দুর্গোৎসবকে সফলভাবে সম্পন্ন করতে আর যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর থাকবে।
সাম্প্রদায়িক সম্প্রীতিতে দুর্গোৎসব সবার মাঝে আনন্দ আর ভ্রাতৃত্বের বন্ধন বাড়িয়ে তুলবে বলে প্রত্যাশা সবার।