আর হবে না তত্ত্বাবধায়ক সরকার : জানালো আওয়ামী লীগ
- আপডেট সময় : ০৭:৩৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
গ্রহণযোগ্য পথেই সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন ও দলের সম্মেলন হবে বলেও জানান তিনি। আর, কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে না।
শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ এ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভার শুরুতেই ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে সতর্ক থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় জানান, রাষ্ট্রপতির আহ্বানে সব দলের সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচনও হবে সঠিক সময়েই।
জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ইসিকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে, সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, সংবিধান মতে ও সাংবিধানিক সরকারের অধীনেই পরবর্তী নির্বাচন হবে।
বিরোধীপক্ষকে, আওয়ামী লীগ রাজনীতি দিয়েই মোকাবেলা করবে বলে জানান কৃষিমন্ত্রী।