আরএফএল হাউজওয়্যার ‘বিনস অব চেঞ্জ’ নামে একটি ক্যাম্পেইন শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে আরএফএল হাউজওয়্যার ‘বিনস অব চেঞ্জ’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে।
আরএফএল কার্যালয় এ হাউজওয়্যারের নতুন পন্য “টুইন বিন”এর মোড়ক উন্মোচন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। তিনি বলেন,আরএফএলের ‘বিন অব চেঞ্জ’ পরিবর্তনের কথা বলে। দুটি ভিন্ন বিন ব্যবহারে পরিবর্তন আনবে বর্জ্য ব্যবস্থাপনায়ও। এর একপাশে ফেলা যাবে পচনশীল পন্য, অন্য পাশে অপচনশীল। বাসা-বাড়িতে এই ধরনের বর্জ্য ভিন্ন বিনে ফেলার অভ্যাস গড়ে তোলার জন্যই আরএফএল হাউজওয়্যার এ পন্যটি বাজারে এনেছে। আরএফএল এক্সক্লুসিভবিডি ডট কম থেকে পন্যটি অর্ডার করলেই মিলবে ১৫ শতাংশ ছাড়। অনুষ্ঠানে আরএফএল হাউজওয়্যারের নির্বাহী পরিচালক তৌকির ইসলাম, হেড অফ মাকের্টিং ইসফাকুল, ব্র্যান্ড ম্যানেজার শফিক শাহিনসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।