আরমানিটোলায় রাসায়নিকের গুদামে আগুন
- আপডেট সময় : ০৮:৪১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার আরমানিটোলায় রাসায়নিকের গুদামে আগুন লেগে ৪ জন নিহত হয়েছেন। এতে ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ অন্তত ২১ জন আহত হয়। দগ্ধদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গতরাত সোয়া ৩টার দিকে আরমানিটোলা মাঠের পাশে হাজী মুসা ম্যানশনের নিচ তলায় রাসায়নিক গুদামে লাগা আগুন- ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার সেহরির সময় রাত ৩টার দিকে পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানসনে আগুন দেখতে পায় স্থানিয়রা। ভবনটির নিচতলায় রাসায়নিক গুদাম থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে ১৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে ঝরে যায় চারটি তাজা প্রাণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে রাসায়নিক গুদামে আগুন লাগে।
এ ঘটনায় আহত হয় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ২১ জন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়। তবে, আহত সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ক্যামিক্যাল গোডাউনে আগুন লাগার কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।