আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে দোয়া ও আলোচলা সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র- আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম কোতোয়ালী থানার উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচলা সভা হয়েছে।
বিকেলে নগরীর হযরত বদর শাহ্ (রহ.)-এর মাজার প্রাঙ্গণে আয়োজিত সভায় বক্তারা বলেন, ক্রীড়াক্ষেত্রে কোকোর অবদান অনস্বীকার্য। ক্রীড়াক্ষেত্রে আরাফাত রহমান কোকোর দূরদৃষ্টির কারণেই বাংলাদেশের ক্রিকেট আজ এ পর্যায়ে এসেছে। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে যে দুর্নীতির মহোৎসব করছে- জাতীয়তাবাদী শক্তির উত্থানের মধ্যে দিয়ে তা একদিন নিশ্চয়ই দূর হবে। এ সময় কোতোয়ালী থানা যুবদলের আহ্বায়ক নুর হোসেন নুরুর সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ হাসানের সৈয়দ আবুল বশর, মহানগর যুবদলের সহ-সভাপতি ইকবাল হোসেন সংগ্রাম উপস্থিত ছিলেন।