আরেকটি ১৫ আগস্টের ষড়যন্ত্রের অপচেষ্টা করছে বিদেশীরা : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০১:৪৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
আরেকটি ১৫ আগষ্ট তৈরির অপচেষ্টা ঠেকাতে নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন পণ্ড করে অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। স্বাধীনতা দিবসে প্রথম আলোর মিথ্যাচার সেই ষড়যন্ত্রের অংশ বলে জানান তিনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত এক যৌথসভায় তিনি এ মন্তব্য করেন।
সংগঠনের গতি বাড়ানোর পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে এই যৌথসভা। রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে যোগ দেন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
এসময় আরেকটি ১৫ আগস্ট সৃষ্টির অপতৎপরতা সম্পর্কে নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, স্বাধীনতা দিবেসে প্রথম আলোর মিথ্যাচার, সেই ষড়যন্ত্রের অংশ।
মিরপুরে সাংবাদিকদের উপর হামলা চালিয়ে উদোর পিন্ডি ভুদোর ঘাড়ে চাপাবার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নির্বাচন হতে দেবে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।