আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার প্রস্তুতি ম্যাচের সূচি ও ভেন্যু প্রকাশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
প্রকাশ করা হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার প্রস্তুতি ম্যাচের সূচি ও ভেন্যু। ১১ জুন ঐতিহ্যবাহী মেলবোর্ন স্টেডিয়ামে বিশ্বকাপের প্রাক প্রস্তুতি ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
ব্রাজিল-আর্জেন্টিনার সবশেষ দেখা হয়েছিল গেলো সেপ্টেম্বরে সাও পাওলোতে। কোভিড প্রটোকল ভঙ্গের অভিযোগে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচটি শুরুর কয়েক মিনিট পর পরিত্যক্ত হয়। এরই মধ্যে দুই দল কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তার পাঁচ মাস আগে মাঠের দেখায় নিজেদের পরখ করে নেবে দুই জায়ান্ট। ৫ বছর আগে এক প্রীতি ম্যাচ খেলতে মেলবোর্নে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। ম্যাচটি ১-০ গোলে জিতেছিলো আর্জেন্টিনা। মেলবোর্নের মাঠে স্বাগতিক অস্ট্রেলিয়াকেও হারিয়েছে আলবিসেলেস্তে।