আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহী রাশিয়া

- আপডেট সময় : ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধের শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।
আজারবাইজান ও আর্মেনীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা টেলিফোন আলাপে এ প্রস্তাব দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যুদ্ধকে উসকে দেয় এমন বক্তব্য পরিহার করতে দুই দেশের নেতাদের প্রতি আহ্বান জানান- রুশ পররাষ্ট্রমন্ত্রী। ল্যাভরভ বলেন, তার দেশের চেষ্টা থাকবে রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায় কারাবাখ নিয়ে সৃষ্ট সংকটের সমাধান করার। তিনি দু’দেশের নেতাদেরকে মস্কোয় গিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারাবাখ সংকট নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গেও ফোনে কথা বলেছেন। দুই নেতা অবিলম্বে কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগ কামনা করেন। এদিকে, গত রোববার সকাল থেকে এ পর্যন্ত আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সীমান্ত সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছে।