আল-আকসা মসজিদে নামাজ আদায় করার আশা হিজবুল্লাহর মহাসচিবের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে নামাজ আদায় করার আশা প্রকাশ করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
মঙ্গলবার রাতে আল-মানার টেলিভিশনের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া বক্তৃতায় এ আশা প্রকাশ করেন তিনি। হিজবুল্লাহ মহাসচিব বলেন, কুদস ও মসজিদুল আকসা গোটা মুসলিম উম্মাহর সম্পদ এবং বিশ্ব মুসলিম একদিন নির্ভয়ে একসঙ্গে এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন। মুসলিম বিশ্বের উচিত এই মসজিদকে ইহুদিবাদীদের দখলদারিত্ব থেকে মুক্ত করার সংগ্রামে ফিলিস্তিনিদের পাশে থাকা। এদিকে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন ও গণহত্যা সমর্থন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস।