আল-জাজিরার প্রতিবেদন আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ : স্বেচ্ছাসেবক লীগ সভাপতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আল-জাজিরার প্রতিবেদন আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।
বৃহস্পতিবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত কর্মী সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা -৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে ১ হাজার শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।