আল জাজিরার প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, এটা হলুদ সাংবাদিকতার অংশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আল জাজিরার প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, এটা হলুদ সাংবাদিকতার অংশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরণের সংবাদ প্রকাশ করা হচ্ছে।এক কথায় বলতে গেলে এটা দেশবিরোধী ষড়যন্ত্র।’
সকালে রাজধানীর হাতিরঝিলে নৌপুলিশের ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে দেশে ভেজাল মদ পানে প্রাণহানির বিষয়ে তিনি বলনে, করোনার কারণে মদ আমদানি বন্ধ থাকায় ভেজাল মদের উৎপাদন বেড়েছে। যারা এই ভেজাল মদ বাজারে ছাড়াচ্ছেন তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। তাদের ধরতে ডিবি পুলিশ কাজ করছে। ইতিমধ্যে অনেকে ধরাও পড়েছে।’