আল জাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের পিছনে দেশ-বিদেশে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে
- আপডেট সময় : ০৮:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আল জাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের পিছনে দেশ-বিদেশে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা জানান তিনি। এদিকে চট্টগ্রামে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বলেই আল-জাজিরার সম্প্রচার এখনো বন্ধ করেনি।
শুক্রবার সরকারি বাসভবনে আল জাজিরার অপপ্রচার ও সমসাময়িকি বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে বিদেশে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর জন্য সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত।
এ সময় ১১ ফেব্রুয়ারী বসুরহাট পৌর মেয়রের গাড়ীতে হামলা প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে সন্ধ্যায় চট্টগ্রামের দেওয়ানজি পুকুরপাড়ের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় আল জাজিরার সম্প্রচার প্রসঙ্গ ও বিএনপির বিক্ষোভ কর্মসুচি নিয়ে কথা বলেন তিনি। বিএনপির মাঠ গরম করার অপচেষ্টায় জনগণ সাড়া দেবে না বলেও জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।