আলাদা অঞ্চলে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা, ময়মনসিংহ ও শেরপুরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে।
গাইবান্ধার গোবিন্ধগঞ্জের দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর গ্রামে বজ্রপাতে জাদু মিয়া নামের ব্যাক্তির মৃত্যু হয়েছে।দুপুরে জাদু মিয়া বাড়ির পাশে কাজ করছিলেন । এসময় আকস্মিক ভাবে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জাদু মিয়া ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে।
এদিকে, গেল রাতে জেলার ফুলছড়িতে বজ্রপাতে সাইদুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাটে বজ্রপাতে আব্দুল হান্নান ও আবুল কাশেম নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার কুতিকূড়া গ্রামে ও দুপুরে কড়ইতলী গ্রামে আলাদা জায়গায় এ ঘটনা ঘটে। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহত হান্নান সকালে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায় ও নিহত আবুল কাশেম শসা ক্ষেতে কাজ করছিলেন। এ অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আর অপরজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুরে ধান কাটাতে গিয়ে বজ্রপাতে হজরত আলি নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেরচর গ্রামে ধান কাটার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।