আলাদা মহানগর আদালত না থাকায়, মারাত্মক দুর্ভোগে পড়েছেন বিচার প্রার্থীরা
- আপডেট সময় : ১০:৩১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বরিশাল মেট্রোপলিটন পুলিশ -বিএমপির কার্যক্রম শুরুর এক যুগ পেরিয়ে গেলেও আলাদা মহানগর আদালত না থাকায়, মারাত্মক দুর্ভোগে পড়েছেন বিচার প্রার্থীরা। অন্য আদালতে বিএমপি’র চার থানার মামলা পরিচালনার দায়িত্ব দেয়া হলেও সেখানে তা কম গুরুত্ব পাচ্ছে।সঠিক বিচার পাওয়া নিয়েও দেখা দিয়েছে সংশয়। এ কারণে মামলার জট যেমন বাড়ছে, তেমনি বিচার না পেয়ে হতাশ হয়ে পড়ছেন বিচার প্রার্থীরা। আর অন্য আদালতে গিয়ে দায়িত্ব পালন করার এখতিয়ার না থাকায় নিয়োগ পাওয়া মহানগর আদালতের পিপি ও এপিপিদের কর্মহীন সময় কাটছে।
বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার চার বছর পর, ২০০৬ সালে একটি মাত্র থানা নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয়। ২০০৯ সালে কোতোয়ালী মডেল থানা, কাউনিয়া থানা, এয়ারপোর্ট থানা ও বন্দর থানার অধীন বরিশাল মহানগরী, সদর উপজেলা ও বাবুগঞ্জ উপজেলার একাংশ নিয়ে শুরু হয় চার থানার কার্যক্রম।
এ চার থানায় দায়েরকৃত মামলা পরিচালনায় মহানগর আদালতের প্রয়োজন হলেও, সেটি না করে অন্য ৭টি আদালতকে এর বিচারের দায়িত্ব দেয়া হয়। বর্তমানে চার থানার ৫ সহস্রাধিক মামলা রয়েছে বিচারাধীন। যতই দিন যাচ্ছে মামলার সংখ্যা ততই বাড়ছে। কিন্তু নিস্পত্তি শূন্যের কোঠায়। পৃথক মহানগর আদালত স্থাপন করা হলে, বিচার প্রার্থীরা সহজে বিচার পেতো এবং মামলা নিষ্পত্তি সহজ ছিল, বললেন আইনজীবীরা।
প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীকে অবহিত করা হলেও মহানগর আদালত বাস্তবায়ন আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ, বললেন মহানগর আদালতের সরকারি কৌশলী। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী জানালেন, শুধু মহানগর আদালত নয়, আরো বেশ কিছু আদালত রয়েছে যা বাস্তবায়ন করতে হলে নতুন ভবনের প্রয়োজন। মহানগর আদালত না থাকলেও বছরের পর বছর ওই আদালতের পিপি ও এপিপি নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু অন্য আদালতে গিয়ে দায়িত্ব পালন করার এখতিয়ার না থাকায় কর্মহীন সময় কাটছে তাদের।