আলাদা ম্যাচে আজ মাঠে নামবে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার উইনাইটেড
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে আজ মাঠে নামবে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার উইনাইটেড। রাত সাড়ে ১১টায় সাউদাম্পটনের মুখোমুখি হবে ম্যান সিটি। তার আগে, রাত সাড়ে ৯টায় ওয়েস্টহামের প্রতিপক্ষ ম্যান ইউ।
আসরে উড়ছে ম্যান সিটি। ২২ রাউন্ড শেষে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটিজেনরা। টানা ১২ ম্যাচে অপরাজিত ম্যান সিটি এগিয়ে থেকেই মাঠে সাউদাম্পটনের বিপক্ষে। সাউদাম্পটনের বিপক্ষে অতীত পরিসংখ্যানেও এগিয়ে ম্যান সিটি। ২০ দেখায় সিটিজেনদের জয় ১৪ ম্যাচে। ৩ ম্যাচে জয় পেয়েছে সাউদাম্পটন। দলে ইনজুরি সমস্যা নেই তবে তারকা ফরোয়ার্ড রিয়াদ মাহারেজকে এ ম্যাচে বিশ্রামে রাখবেন পেপ গার্দিওলা। অন্যদিকে, আসরে এখনও সুবিধা করতে পারেনি ম্যান উই। ২১ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে আছে রেডডেভিলরা। ছন্দে ফিরতে ওয়েস্টহামের বিপক্ষে জয় চায় ম্যান ইউ।