আলাদা সড়ক দুর্ঘটনা সিরাজগঞ্জ ও যশোরে ৫ জন নিহত
- আপডেট সময় : ০৬:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশের মুহিষলুটিতে গ্যাসবাহী লরির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হন একজন।সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।পুলিশ জানায়, তাড়াশ উপজেলার মান্নান নগর থেকে এক মোটরসাইকেলে ৪ জন তাড়াশের দিকে যাচ্ছিলেন। এসময় মুহিষলুটি এলাকায় পৌঁছেলে ঢাকা থেকে রাজশাহী গামী একটি গ্যাসবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী মারা যায়। এসময় একজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, যশোর সদর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে সুমিত্রা দাস নামে এক যাত্রী ইঞ্জিনচালিত ভ্যানে ফুলবাড়িয়া থেকে সাতমাইল বাজারে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান সুমিত্রা। অন্যদিকে, যশোর-ঝিনাইদহ মহাসড়কে সকাল সাড়ে ৯টার দিকে রাজন নামে এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান রাজন।