আলাদা সড়ক দুর্ঘটনায় এক র্যাব সদস্যসহ তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ ও পাবনায় এক রেব সদস্যসহ তিনজন নিহত হয়েছে।
সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সীডষ্টোর এলাকায় গাঁজাবাহী ট্রাকের গতিরোধ করতে গেলে চালক ট্রাক না থামিয়ে আরোহীকে চাপা দিয়ে চলে যায়। এতে মোটর সাইকেল আরোহীঁএক রেব সদস্য ঘটস্থালেই নিহত হন। নিহত রেব সদস্যের নাম মো. ইদ্রিস মোল্লা। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসিন্দা।
পাবনার ইশ্বরদীতে এস্কেভেটরের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছে। পুলিশ জানায়, গতরাতে পাবনা থেকে ব্যবসায়ী জাহাঙ্গীর মাইক্রোবাসে স্বজনদের নিয়ে ঈশ্বরদীতে যাচ্ছিল। মাঝপথে পাবনা-ঈশ্বরদী রাজশাহী মহাসড়কের সামেনে দাঁড়িয়ে থাকা এস্কেভেটরকে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রেবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা পাঁচ যাত্রী আহত হয়।