সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মাদারীপুর বাগেরহাট ও ফেনীতে ৬ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় তিনজনসহ মাদারীপুর ও বাগেরহাট, ফেনীতে ৬ জন নিহত হয়েছে।
সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতিতে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর প্রায় ঘণ্টাখানেক ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
মাদারীপুরের শিবচরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। গেলরাতে ঢাকা-খুলনা মহাসড়কের বন্দরখোলা ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জেলা ক্রিকেট দলের খেলোয়াড় রেজোয়ানুল ইসলাম রিদু নিহত হয়েছেন।
ফেনীতে বালু বোঝাই পিকআপ ভ্যানের চাপায় শাহ জালাল নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হন।সকালে শহরের মিজান রোডের মাথায় এ দুর্ঘটনাটি ঘটে।