আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় নিহত ১০ আহত আন্তত ২০ জন
- আপডেট সময় : ০১:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল ও সিলেটে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্ততঃ ২০ জন।
কুমিল্লার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হন আরো তিনজন। সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে প্রথমে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। পরে বাসটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সড়ক দুর্ঘটনায় হারুন আলী ও রেনুয়ারা বেগম নামে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। সকালে জেলা শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাক- কানসাট বাঁশপট্টিতে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার দুই যাত্রী।
বরিশালে বাসচাপায় পিষ্ট হয়ে তিন তরুণ নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন বাকেরগঞ্জ পৌর শহরের বাসিন্দা সিয়াম ও চয়ন দাস। এছাড়া রাব্বি নামে আরেক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হন চারজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকালে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণাপিংয়ে এই দুর্ঘটনা ঘটে।