আলাদা সড়ক দুর্ঘটনায় গাজীপুর, গাইবান্ধা ও ময়মনসিংহে ৬ জন নিহত
- আপডেট সময় : ০৩:১৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় গাজীপুর, গাইবান্ধা ও ময়মনসিংহে ৬ জন নিহত হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় রাত ১টায় এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ওসি জানান, পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় মা ও ছেলে নিহত হয়েছে।গেলরাতে রাজমতি সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, গেলারাতে রাজমতি মার্কেটের সামনে রংপুর থেকে গরু নিয়ে ঢাকাগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়
এদিকে, ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় শাকিল হোসেন তপু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গেলো রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের বেপারীপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।