আলাদা সড়ক দুর্ঘটনায় চার জন নিহত
- আপডেট সময় : ০২:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ আরোহী নিহত হয়েছেন। রাজৈর উপজেলার আলমদস্তায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিন মোটরসাইকেল আরোহী। প্রথমে তিনজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসা। চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাতে শাহীন ও অনিক মারা যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকালে সাকিলের মৃত্যু হয়।
সিরাজগঞ্জের শিয়ালকোলে নতুন নির্মিত স্পিডব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন নাঈম নামে এক যুবক। রাত ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে শহরে আসার পথে ওই স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ছিটকে পড়েন নাঈম। তার পেছনে থাকা অপর মোটরসাইকেল আরোহী বাপ্পী ও পার্থও এসে একইভাবে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তির পরপরই নাঈমের মৃত্যু হয়।