আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল ও দিনাজপুরে দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫২০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল ও দিনাজপুরে দু’জন নিহত হয়েছে।
টাঙ্গাইলের বাসাইলে সিএনজি চালিত অটোরিক্সার চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। দুপুরে টাঙ্গাইল-বাসাইল সড়কের বিয়ালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রী সুরাইয়া আক্তার উপজেলার বিয়ালা গ্রামের সলিম ভূইয়ার মেয়ে। পুলিশ জানায়, দুপুরে উপজেলার বিয়ালা নুরানী মাদরাসার প্রথম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, দিনাজপুরের খানসামায় ট্রাক্টরের ধাক্কায় ইপিজেডের শ্রমিক দিপালী দেবনাথ নিহত হয়েছে। অটোভ্যানে করে নীলফামারী উত্তরা ইপিজেডে যাওয়ার পথে ওমর ফিলিং স্টেশন এলাকায় দিপালীর ওড়না চাকায় পেচিয়ে যায়। এরপর অটোভ্যান থামিয়ে ওড়না ঠিক করার সময় একটি বালু ভর্তি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই কর্মী নিহত হয়।