আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, নরসিংদী ও গোপালগঞ্জে নিহতপাঁচজন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, নরসিংদী ও গোপালগঞ্জে নিহত হয়েছে পাঁচজন। আহত হয়েছে তিনজন।
সকালে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের উপর ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নিহতরা হলেন, ভুঞাপুর এলাকার মোহাম্মদ রশিদ ও মুন্না। এসময় গুরুতর আহত অবস্থায় সৌরভকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারার যায় সে ।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দিতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারী চালিত ইজি বাইকের সংঘর্ষে তরুন কান্তি সরকার নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। এতে শিশুসহ আহত হয়েছেন ৫জন। সকালে জেলা শহরের বি সিক ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।