আলাদা সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জেলায় ১১ জন নিহত
- আপডেট সময় : ০৬:২৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে ৪ জনসহ মুন্সীগঞ্জ, পাবনা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জে ১১ জন নিহত হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়। পুলিশ জানায়, মহাসড়কের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে ঘটনাস্থলেই নিহত হন দু’জন। এসময় নারী ও শিশুসহ আহত হন আরো তিনজন। এদিকে, সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি সিএনজিকে ধাক্কা দিলে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।
পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক মেহেদি হাসান মিঠু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৫ জন।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে থাকা সার বোঝাই একটি ট্রাককে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে মিতুল হাওলাদার নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট-উলচাপাড়া সড়কের নয়নপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শাম্মী আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় এক বাসচালক নিহত হয়েছে। দুপুরে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে।