আলাদা সড়ক দুর্ঘটনায় নাটোর ও সিরাজগঞ্জে তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় নাটোর ও সিরাজগঞ্জে তিনজন নিহত হয়েছে।
নাটোরের গুদাসপুরে ও নলডাঙ্গায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে মহিষ বোঝাই পিকআপ বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শিধুলী আইড়মারী ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জরিনা বেগমকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে নদীর পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জরিনা বেগমের মৃত্যু হয়। অপরদিকে নাটোর-নলডাঙ্গা সড়কে মোটর সাইকেলের ধাক্কায় আলিমুদ্দিন নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
সিরাজগঞ্জের এনায়েতপুরে বালুবাহী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে চাচা-ভাতিজা মোটরসাইকেলে এনায়েতপুর সদরের দিকে যাওয়ার সময় বালুবাহী ট্রাক পিছন থেকে চাপা দেয়। এতে দুজনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে দুপুরে সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক আতিককে মৃত ঘোষণা করেন