আলাদা সড়ক দুর্ঘটনায় বরিশাল ও পাবনায় ৫ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:২৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় বরিশাল ও পাবনায় ৫ জন নিহত হয়েছে।
বরিশালের গৌরনদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ট্রাকের চালক ও এক হেলপার নিহত হয়েছেন। পুলিশ জানায়, একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় সেটিকে অপর একটি ট্রাকের সঙ্গে বাঁশ দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়ার পথে বাঁশটির বাঁধনে ত্রুটি দেখা দিলে ইল্লা ও ভূরঘাটার মাঝামাঝি স্থানে ট্রাক থামিয়ে সেটি ঠিক করছিলো চালক ও হেলপার। এসময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে এসে দুটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক আকতার হোসেন, মোহাম্মদ রাসেল এবং হেলপার মোহাম্মদ সোহেল।
এদিকে, পাবনার সাঁথিয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে বাবা ও মেয়ে। ঘরের মধ্যে সিমেন্ট বোঝাই ট্রাক ঢুকে গেলে তাদের মৃত্যু হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তার স্ত্রী লাকী খাতুন ও ছেলে সাগর।