আলাদা সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা ও সুনামগঞ্জে তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা ও সুনামগঞ্জে তিনজন নিহত হয়েছে।
মানিকগঞ্জের শিবালয়ের ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া এলাকায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন একজন।আহত হন অন্তত ১০জন। গুরুতর আহত অবস্থায় পিকআপ ভ্যানের চালক শামীমকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় ইউসুফ নবী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় নিহতের স্ত্রীসহ আহত হন ৪ জন।
এদিকে, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। দুপুরে কালিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের কালিপুর গ্রামের সাফায়াত হোসেনের ছেলে।