আলাদা সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা ও সিরাজগঞ্জে তিনজন নিহত
- আপডেট সময় : ১২:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা ও সিরাজগঞ্জে তিনজন নিহত হয়েছে।
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শুভাষিনী এলাকায় ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ জন ভাটা শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ভোরে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্নস্থানে ভর্তি করা হয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার শতাধিক শ্রমিক শরিয়তপুরের বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। রাতে একসংগে পিকআপে বাড়ি ফেরার পথে তালা থানার শুভাষিণী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কালিগঞ্জ জাফরপুর গ্রামের মুন্না ও শফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন কমপক্ষে ১৫ জন ভাটা শ্রমিক।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সিরাজগঞ্জের শাহজাদপুরে কাভার্ডভ্যান চাপায় আক্তার মোল্লা নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। গেলরাতে শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়কের ফরিদপাঙ্গাসী এলাকায় একটি কাভার্ডভ্যানের চাপায় এ দূর্ঘটনা ঘটে।