আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
- আপডেট সময় : ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় কুমিল্লা, মাগুরা ও গাজীপুরে ৪ জন নিহত হয়েছে।
কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেট কারচাপায় দুই পথচারী নিহত হয়েছে।দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- বুড়িচং উপজেলার শাহ দৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল ও একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে আনিছ। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুতগতির প্রাইভেট কারটি চাপা দিলে একজন ঘটনাস্থলে এই অপরজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
মাগুরায় দুই মোটর সাইকেলের সংঘর্ষে মিরোজ কবির রবিন নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ৩ জন। ভোরে সদরের বেনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের টঙ্গীতে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাহফুজুর রহমান রবিন নামে একজন নিহত হয়েছে। দুপুরে উত্তরার বিবিএস ক্যাবল কারখানা থেকে গাজীপুর মহানগরের মিরের বাজার এলাকায় যাওয়ার পথে টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।