আ’লীগ আমলে ভোট চুরি ও কেন্দ্র দখল করে নির্বাচনে জয়ী হবার আর সুযোগ নেই : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ আমলে ভোট চুরি ও ভোটকেন্দ্র দখল করে নির্বাচনে জয়ী হবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে দেশের উন্নয়ন হয় আওয়ামী লীগ তা প্রমাণ করেছে। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে করণীয় সবকিছু করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। ড. ইউনুস প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীন। কেউ আইন ভঙ্গ করলে এবং শ্রমিকের অধিকার হরণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
কাতারে সদ্যসমাপ্ত ৫ম এলডিসি সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি ও অর্জনের চূলচেরা বিশ্লেষণ তুলে ধরতেই গণভবনে এই সংবাদ সম্মেলন। এতে রোহিঙ্গা সমস্যা, আর্থিক সহায়তাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ তার লক্ষ্য অর্জণে সক্ষম হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈশ্বিক মন্দার মাঝেও বাংলাদেশের উন্নয়ণ বিশ্ব নেতাদের নজর কেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের এত উন্নয়ন।
আগামীতে ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সুযোগ হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
আগামীতে ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সুযোগ হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
ওয়াশিন্টন পোস্টে ড. ইউনুস প্রসঙ্গে ৪০ বিশিষ্টজনের বিজ্ঞাপন ইস্যূতে প্রশ্ন করা হলে সাফ জবাব দেন প্রধানমন্ত্রী