আ’লীগের তিন গ্রুপের কর্মীদের মিছিলের চেষ্টাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা আওয়ামী লীগের বিবদমান তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে–পৌর এলাকায় ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
পুলিশ সুপার জানান, কিছু লোক ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা করলে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে ১১ জনকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে অবস্থান করছে। এর আগে গতকাল বিকেলে আওয়ামী লীগের ৩টি গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে মাইজদী শহরের টাউন হল মোড়ে ৩ গ্রুপের নেতাকর্মীরা অবস্থান নেয় এবং পাল্টাপাল্টি শ্লোগান দিতে থাকে। এসময় তিন পক্ষেরই নেতাকর্মীরা আলাদাভাবে কর্মসূচি পালনের চেষ্টা করে।