আ’লীগের নাশকতার দায় বিরোধীদলের উপর চাপিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে : জোনায়েদ সাকি
- আপডেট সময় : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের নাশকতার দায় বিরোধীদলের উপর চাপিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে। এমন দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সকালে মালিবাগ হোসাফ টাওয়ার সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেয়া বক্তব্যে এমন দাবি করেন তিনি। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে সরকারে মন্ত্রীদের অবৈধ আয়ের উৎস জনগণের সামনে উঠে এসেছে।
৭ জানুয়ারীর ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে রাজধানীর মালিবাগ, মগবাজার,শান্তিনগর,বিজয়নগর পল্টনে গনসংযোগ ও লিফলেট বিতরণ করে বিএনপির সমমনা দল ও জোট। মালিবাগ মোড়ে গনসংযোগপূর্ব সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ভোটারদের ইচ্ছের বিরুদ্ধে যে নির্বাচন; তা মেনে নেবে না দেশের জনগণ।
পল্টন ও ফকিরাপুল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, পাতানো নির্বাচনে জনগণ সাড়া দেয়নি। শান্তিনগর, মগবজার, মালিবাগে লিফলেট বিতরণ করে গণঅধিকার পরিষদ। লিফলেট বিতরণে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর।