ভিন্নমত সহ্য করতে না পারা আ’লীগের পুরোনো অভ্যাস : গয়েশ্বর
- আপডেট সময় : ০১:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭১১ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন, ভিন্নমত সহ্য করতে না পারা আওয়ামী লীগের পুরোনো অভ্যাস। তারা গণতন্ত্র বিশ্বাস করে না। বিশ্বাস করে না বিরোধী দল, মতের অস্তিত্বে।
সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব মন্তব্য করেন তিনি। গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের পতন ছাড়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। সেই পতনের লক্ষ্যেই লড়াই করছে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম দেশে নারী নেতৃত্ব বিকাশে উদ্যোগ নিয়েছিলেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে নারীসমাজকে সামনে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান গয়েশ্বর রায়।
এদিকে, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে গণমিছিল কর্মসূচি দিয়ে আবার যুগপৎ আন্দোলনে ফিরল বিএনপি। বিকেলে ঢাকায় একযোগে গণমিছিল করবে বিএনপিসহ সরকার বিরোধী সমমনা বিভিন্ন দল ও জোট।
রাজধানীর কমলাপুর ও রামপুরা বাজার এলাকা থেকে বেলা আড়াইটায় দুটি গণমিছিল বের হয়ে নয়াপল্টনে এসে সমাবেশ করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। বিএনপির কর্মসূচি কেন্দ্র করে বরাবরের মতো আওয়ামী লীগও রাজধানীতে পাল্টা কর্মসূচি পালন করবে।